Du verwendest einen veralteten Browser. Es ist möglich, dass diese oder andere Websites nicht korrekt angezeigt werden. Du solltest ein Upgrade durchführen oder einen alternativen Browser verwenden.
Yourstudyblog
বর্তমান সময়ে শিক্ষাব্যবস্থায় দুটি ভিন্ন পদ্ধতির কথা উঠে আসে online class and offline class paragraph এর মাধ্যমে আমরা এই দুই ব্যবস্থার তুলনামূলক চিত্র পাই। অনলাইন ক্লাস শিক্ষার্থীদের ঘরে বসেই শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়, যেখানে ইন্টারনেট ও ডিভাইসই মূল মাধ্যম। এটি সময় ও পরিবহন সাশ্রয় করে। তবে অফলাইন ক্লাসের মধ্যে থাকে সরাসরি শিক্ষক-শিক্ষার্থী যোগাযোগ, যা শিখন-শেখানোর ক্ষেত্রে অনেক কার্যকর। শ্রেণিকক্ষে বসে শেখার পরিবেশ ও শৃঙ্খলা অনেক বেশি মনোসংযোগের সৃষ্টি করে। আবার অনলাইনে শিক্ষার্থীরা প্রযুক্তির দুনিয়ায় অভ্যস্ত হয়, কিন্তু অনেক সময় মনোযোগের অভাব ও প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।